রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: মুগদা থানা পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মুগদা থানা পুলিশ ভোর ৬টা ১০ মিনিটে উত্তর মান্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তিনজন হলেন মো. কামাল, মোসাম্মৎ রহিমা কামাল ও মো. রাজিব। তাদের কাছ থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আব্দুল আহাদ, পিপিএমের নির্দেশনা এবং সবুজবাগের এডিসি আকতারুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব এ অভিযানে নেতৃত্ব দেন।

এ বিষয়ে মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব জানান, কিছু মাদক কারবারি উত্তর মান্ডা এলাকায় ইয়াবা বেচাকেনা করছে বলে পুলিশের কাছে তথ্য আসে। সে তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল উত্তর মান্ডা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, মুগদা থানায় করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে