পুলিশের হেফাজতে গ্রেপ্তার জুয়ারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

ময়মনসিংহের মুক্তাগাছায় অনলাইন জুয়ার সাইট
Bet 365 এর একটি আইডি উদ্ধার ও নগদ টাকাসহ ১ জন জুয়ারিকে গ্রেপ্তার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গত ৩১ অক্টোবর ওই অনলাইন জুয়ারিকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২ এপিবিএন সাইবার সেলের এসআই মো. রবিউল আওয়ালের নেতৃত্বে ২ অপারেশন্স অ্যান্ড ইন্টেলিজেন্স শাখা ৩১ অক্টোবর রাত ৯টার দিকে কোতোয়ালি থানাধীন বাঘমারা এলাকার ব্রাহ্মপল্লী রোডে রৌজা টেইলার্স নামক দোকানে অভিযান চালায়। এ সময় মো. রনি(২৩) নামের জুয়ারিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে তার হালকা গোলাপি রংয়ের ১ টি মোবাইল ফোন ও নগদ ২১ হাজার ২০০ টাকা পাওয়া যায়।

ধৃত আসামির ব্যবহৃত মোবাইল ফোনের Google Chrome Browser History পর্যালোচনা করে অনলাইন জুয়া খেলার সাইট Bet 365 এ একটি একাউন্ট পাওয়া যায়, যার User Name- Salina6649। এছাড়া একাধিক অনলাইন জুয়া খেলার অ্যাপস ও সাইট এবং বিভিন্ন তারিখ ও সময়ে অনলাইন জুয়া খেলার অর্থ বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে লেনদেন করার তথ্য রয়েছে।

আসামীকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছেন।
তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করার পর ১৮৬৭ সালের জুয়া আইনের নিয়মিত মামলা হয়।