অভিযানে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

বরিশালের মির্জাকালু নৌ ফাঁড়ির অভিযানে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, মিজাকালু নৌ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে ভাসমান ও পাতানো অবস্থায় আনুমানিক ১ লাখ ৯৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে।

এসব অবৈধ জালের আনুমানিক মূল্য ৫৮ লাখ ৫০ হাজার টাকা। জব্দ অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।