আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে উদ্ধার করা অবৈধ জাল। ছবি: বাংলাদেশ পুলিশ।

ভোলা জেলার মির্জাকালু নৌ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মাছ উদ্ধার করেছে।

মির্জাকালু নৌ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম গতকাল সোমবার মেঘনা ও পদ্মা নদীর বিভিন্ন শাখায় জাটকা নিধনবিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ১ লাখ ৩৪ হাজার ৯০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪০০ কেজি মাছ উদ্ধার করে।

উদ্ধার করা জালের আনুমানিক মূল্য ৪০ লাখ ৭৫ হাজার টাকা এবং মাছের আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া একটি নৌকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪৪ হাজার ৬৫০ টাকা।

উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ এতিমখানায় ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। জব্দ করা নৌকাটি প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।