দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা-পুলিশ।
গত সোমবার (২০ জানুয়ারি) রাতে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকার আল বারাকা হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. ফারুক গাজী (২৫) ও মো. সিদ্দিক (১৯)। তাঁদের কাছ থেকে একটি চাকু, একটি স্টিলের পাইপ ও একটি ফোন জব্দ করা হয়েছে।
মিরপুর মডেল থানা-পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী শাহরিয়ার নাজিম আলভী (১৮) বই কিনতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের আল বারাকা হোটেলের সামনে আসেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুই-তিনজন ধারালো চাকু ও লোহার পাইপ দিয়ে ভয় দেখিয়ে তাঁর ফোন ও ৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করেন।
ভুক্তভোগীর চিৎকার শুনে ঘটনাস্থলে এসে আসামি ফারুক ও সিদ্দিককে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ধারালো চাকু, স্টিলের পাইপ জব্দ করা হয়। তবে তাঁদের কয়েকজন সহযোগী পালিয়ে যান। আসামিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করা হয়েছে।