জব্দ করা ফেনসিডিল। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর কল্যাণপুর থেকে ফেনসিডিল বিক্রির সময় একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা-পুলিশ। তাঁর নাম মো. রাজু আহাম্মেদ।

সোমবার (১৮ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে মিরপুর মডেল থানার কল্যাণপুর থেকে তাঁকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, থানার একটি টহল টিম সংবাদ পায়, একজন মাদক কারবারি মিরপুর মডেল থানার কল্যাণপুরে একটি বাসার সামনে ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে থানার টহল দলটি উক্ত এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাজুকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, গ্রেপ্তার সময় তাঁর কাছ থেকে ৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামির নামে মিরপুর মডেল থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।