পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা দেশি অস্ত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জের হাওরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে মিঠামইন থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি রাম দা, একটি ছুরি, একটি চাপাতি, একটি কাটিং সিজার, একটি লোহার পাইপ ও দুটি লাঠি জব্দ করা হয়।

রোববার (১৫ অক্টোবর) ভোরে মিঠামইন থানাধীন ঢাকী ইউনিয়নের পাথারকান্দি সংলগ্ন বৌলাই নদী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. জামাল হোসেন (৩৫), মো. আজগর আলী (৪৮) ও মো.সুন্দর আলী (৩৫)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় সাত-আটজন আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে মিঠামইন থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।