পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই চোর। ছবি: বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জের মিঠামইন থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই মালামালসহ আন্তজেলা চোরচক্রের দুজন সদস্যকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০ টা থেকে ১৬ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৩টার মধ্যে মিঠামইন থানাধীন ধোবাজুরা এলাকার জনৈক মো. আতাউল মজিদের বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি হয়।

এ বিষয়ে গত ২০ অক্টোবর মিঠামইন থানায় একটি মামলা হয়।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. মজিবুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৪ নভেম্বর রাত ৯ টার দিকে ঢাকার কামরাঙ্গীচর থানা এলাকায় অভিযান চালিয়ে সিলেটি বাজারের ড্রাইভার গলির জনৈক উজ্জল মিয়ার অটোরিকশার গ্যারেজের ভিতর থেকে আন্তজেলা চোর দলের সক্রিয় সদস্য মো. তোফাজ্জল হোসেনকে (২৪) এবং ভোর ৪ টা ৪৫ মিনিটে কিশোরগঞ্জ সদর থানা এলাকার সরণী মোড়ে জনৈক জিয়াউর রহমানের ভাড়া বাসা থেকে মোহন ওরফে গাংগুয়াকে (২৮) গ্রেপ্তার করে।

তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার আসামীদ্বয়ের হেফাজত থেকে চোরাই মালামালের মধ্যে ২টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেন।

গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।