মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি সফরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এই তথ্য জানিয়েছেন। খবর বাসসের।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা এখন দ্বিপক্ষীয় বৈঠকের লক্ষ্যে কাজ করছি।

আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠেয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা।

জার্মান নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও সম্মেলনের ফাঁকে অন্য বিশ্বনেতাদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছিলেন।