পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খবর সমকালের।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শনিবার (৪ নভেম্বর) সকালে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা বেসামরিক নাগরিকদের বহনকারী বাসটিতে গুলি ছুড়ে চালককে হত্যার পর আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইএফই সংবাদ সংস্থার এক খবরে বলা হয়, নিহতদের বেশির ভাগই নারী, যাঁরা কাজে যাচ্ছিলেন।

ঘটনাস্থলের নিকটবর্তী শহর ব্যাংকঅ্যাসের মেয়র মৌলায়ে গুয়িন্ডো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সশস্ত্র লোকজন গাড়ি ও যাত্রীদের লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে, পরে গাড়িটিতে তারা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ৩১ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বা নিখোঁজ রয়েছেন।