মালির গুন্দামে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন বিভিন্ন দেশের মুসলিম শান্তিরক্ষী ও স্থানীয়রা। ছবি: বাংলাদেশ পুলিশ

মরুর দেশ মালিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে ১ মে (রোববার)। গুন্দামে মিনুসমার ব্যানএফপিইউ-২ ক্যাম্পে এদিন ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা ঈদুল ফিতর উদযাপন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পশ্চিম আফ্রিকার দেশ মালির গুন্দামে ব্যানএফপিইউর বাস্কেটবল মাঠে ঈদ জামাতের আয়োজন করা হয়। গুন্দাম ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন দেশের মুসলিম শান্তিরক্ষীরা বাংলাদেশ পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের জামাত আদায় করেন।

ব্যানএফপিইউ-২-এর কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান এফপিইউর সকল সদস্য এবং ক্যাম্পে নিয়োজিত আইভরি কোস্টের সেনাসদস্য, আইপিও ও অন্যান্য আনপোল সদস্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ এফপিইউর পক্ষ থেকে সকল শান্তিরক্ষীকে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করে আপ্যায়ন করা হয়। মালির স্থানীয় নেতৃবৃন্দ, গুন্দামের মেয়র মহামানি সিসি, প্রিফেক্ট, ইমাম, কাউন্সিলর এবং আইপিও টিম লিডার উলি মরিস, ডেপুটি টিম লিডার ক্লিমেন্সসহ ১২টি দেশের শান্তিরক্ষীরা এ সময় উপস্থিত ছিলেন।

মালির গুন্দামে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন বিভিন্ন দেশের মুসলিম শান্তিরক্ষী ও স্থানীয়রা। ছবি: বাংলাদেশ পুলিশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে গুন্দামের স্থানীয় জনসাধারণের সঙ্গে শান্তিরক্ষীদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করেছে। ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও আইভরি কোস্টের শান্তিরক্ষীদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।