মালদ্বীপের বিপক্ষে ম্যাচে জয় দিয়ে বুধবার দক্ষিণ এশীয় ফুটবলের মর্যাদার টুর্নামেন্ট সাফ উইমেন চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ মিশন শুরু করতে চাইছে বাংলাদেশ।

আগের পাঁচ আসরে অধরাই ছিল শিরোপা। এখানেই শেষ নয়। এর আগে অনুষ্ঠিত পাঁচ আসরের মধ্যে কেবল একবার ফাইনাালে খেলার যোগ্যতা অর্জন করেছিল সাবিনারা। তবে বরাবরের মতো তাঁদের হারিয়ে টানা পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলেছে ভারত।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় হবে এ-গ্রুপের ম্যাচটি। খবর বাসসের।

ম্যাচের জন্য মাঠে নামার আগেই বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ জানালেন প্রধান কোচ গোলাাম রব্বানি ছোটন। তিনি জানান, কাল প্রথম ম্যাচে খেলতে পারছেন না নির্ভরযোগ্য ডিফেন্ডার আনাই মোগিনী। রোববার কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টারে অনুশীলনের জন্য মাঠে নামতে গিয়ে বাঁ পায়ের দুই আঙুলে ব্যথা পেয়েছিলেন তিনি। অবশ্য কোচের আশা ছিল মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগেই সুস্থ হয়ে যাবেন মোগিনী। যদিও সেটা হয়নি।