মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকানরা। বুধবার (১৭ নভেম্বর) ঘোষিত ফলাফলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর সিএনএনের।

ফলাফলে বলা হয়েছে, দেশটির মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষের ২১৮টি আসনে রিপাবলিকান দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। কংগ্রেসের ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসনই প্রয়োজন ছিল।

তবে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই রয়েছে। এর ফলে রিপাবলিকানরা তেমন একটা সুবিধা করতে পারবে না।
তবে রিপাবলিকানরা এই সংখ্যাগরিষ্ঠতার জোরে নিম্নকক্ষে জো বাইডেনের মেয়াদের বাকি দুই বছর অ্যাজেন্ডা বাস্তবায়ন ঠেকানোর সুযোগ পাচ্ছে।

এদিকে জো বাইডেন প্রতিনিধি পরিষদে জয়ী রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি ‘শ্রমজীবী পরিবারের জন্য রিপাবলিকানদের সঙ্গে কাজ করতে প্রস্তুত’।

এদিকে প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ নেওয়ার খবরের এক দিন আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দল থেকে ২০২৪ সালের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।