ছবি : সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মারিওপোলের নগর এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার।

রুশ সেনাবাহিনী শনিবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বাসসের।

বিবৃতিতে জানানো হয়, মারিওপোল নগরীকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও ভাড়াটে সৈন্যদের থেকে মুক্ত করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ এক বিফ্রিংয়ে বলেছেন, এখানকার অবশিষ্ট ইউক্রেন বাহিনী আজোভস্টাল স্টিল কারখানায় অবরুদ্ধ হয়ে পড়েছে। নগরীতে যুদ্ধকালে ১ হাজার ৪৬৪ ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মারিওপোল থেকে ইউক্রেনীয় বাহিনীকে নির্মূল করা হলে তা রাশিয়ার সঙ্গে আলোচনার অবসান ঘটাবে।