পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কুমিল্লায় মামলা করার মাত্র ৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।

বুধবার (৫ জুন) ভোরের দিকে ব্রাহ্মণপাড়া থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

আসামিরা হলেন ব্রাহ্মণপাড়া থানা এলাকার মো. রাফি (২৮) ও মোসা. লিমা আক্তার (৩০)।

মামলার তদন্ত কর্মকর্তা ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মিথুন কুমার জানান, ১ জুন দিবাগত রাতে ব্রাহ্মণপাড়া থানাধীন বেজুরা (দক্ষিণপাড়া) এলাকার বাসিন্দা মো. ইমাম হোসেনের (৪৮) বাড়ি থেকে ৩ ভরি ১০ আনা স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন ও ১ লাখ ৫০ হাজার টাকা চুরি যায়। এ ঘটনায় ৪ জুন রাত সাড়ে ১১টার দিকে মামলা করেন ভুক্তভোগী।

উদ্ধার করা স্বর্ণালংকার। ছবি : বাংলাদেশ পুলিশ

তিনি আরও জানান, মামলা করার মাত্র ৮ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া ৩ ভরি ১০ আনা স্বর্ণালংকার। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরই মধ্যে আসামি রাফি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।