পুলিশি হেফাজতে আসামি এবং চোরাই মালামাল। ছবি : বাংলাদেশ পুলিশ

মামলা হওয়ার দুই ঘণ্টার মধ্যে এক এতিম ব্যক্তির চুরি যাওয়া মালামাল ও টাকা উদ্ধার করেছে কেরানীগঞ্জ থানা-পুলিশ।

বুধবার (৯ নভেম্বর) কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের ইস্পাহানি এলাকায় থেকে আসামি মো. জুবায়ের আহম্মেদ শুভকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কেরানীগঞ্জ থানাধীন মডেল টাউনের একটি বাসায় ভাড়া থাকেন ভুক্তভোগী আনু ইসলাম (২৪)। গত মঙ্গলবার (৮ অক্টোবর) তাঁর বাসার তালা ভেঙে ২ লাখ ৭০ হাজার টাকা, মূল্যবান কাগজপত্র ও মালামাল চুরি করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ ঘটনায় বুধবার কেরানীগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী।

মামলা তদন্তের একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দেড় লাখ টাকা এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।