পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জ সদর থানার থানাপুলিশ আরিফা বেগম নামে এক নারীকে হত্যার অভিযোগে তার ভাগ্নে আলমগীর হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে ।

গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জেলার ঘিওর উপজেলার জাবরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর পৌর এলাকার বড়াই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

বাড়িতে যাবার রাস্তা নিয়ে আলমগীরের মা বিমলা বেগমের সঙ্গে তারই আপন খালা আরিফা বেগমের (৪০) দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে দুই বোনের মধ্যে ঝগড়া হয়। এরই একপর্যায়ে আলমগীর ইট দিয়ে তার খালা আরিফা বেগমের মাথায় আঘাত করেন। পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরপর নিহতের ছেলে সুমন মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার আড়াই ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।