মানিকগঞ্জে মাদকসহ গ্রেপ্তার হওয়া পাঁচজন। ছবি: মানিকগঞ্জ জেলা পুলিশ

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা হেরোইনসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে ডিবির একটি আভিযানিক দল রোববার এসআই হাকিম মোল্লার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানাধীন জয়রা গ্রামে মৃত গোলাপ খানের বাড়ির একটি কক্ষ থেকে মো. ইন্নাহ শেখ (৩৩) ও পরান খানকে (৩৬) ২০০ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানাধীন পশ্চিম দাশড়া গ্ৰামের বিজয় মেলা মাঠসংলগ্ন গার্লস স্কুল রোড কান্তামনি ফাস্ট ফুডের দোকানের সামনে অভিযান চালিয়ে মো. জয়কে (২৫) গ্রেপ্তার করা হয়।

একই দিন অপর একটি আভিযানিক দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে মানিকগঞ্জের সিংগাইর থানাধীন বাইমাইল (কালিনগর) গ্ৰামে অভিযান চালিয়ে আসামি আরজু মিয়ার বসতবাড়ির উঠান থেকে আসামি মো. মিজানুর রহমান (৪৩) ও মো. দেলোয়ার হোসেনকে (২৮) ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

ওই দুজনের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ডিবির অভিযানের গ্রেপ্তার হওয়া ওই পাঁচজনের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।