মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার হওয়া ছয়জন। ছবি: মানিকগঞ্জ জেলা পুলিশ

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
আজ শনিবার ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের (পিপিএম-বার) দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মো. মাহবুব আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মানিকগঞ্জ সদর থানাধীন বেতিলা গ্রামের বেউথা এলাকায় অভিযান চালিয়ে মো. রাজীব হোসেন (৩৯) ও মাসুদ হিরাকে (৩০) বেলা দেড়টার দিকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

একই দিন এসআই আসাদ মিয়ার নেতৃত্বে মানিকগঞ্জ সদর থানাধীন পূর্ব পুটাইল সাকিনস্থ বেতিলা থেকে বালিরটেকগামী পাকা রাস্তার পশ্চিম পাশের ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. শহিদুল ইসলাম শহিদ (৪২) ও মুনসের আলীকে (৩৪) ৬৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
একই দিন এসআই মো. নাজমুল আলমের নেতৃত্বে আরেকটি দল সদর থানাধীন বেউথা গ্রামের হেমায়েতপুরগামী আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে রিপন (২৮) ও সুজন মিয়াকে (৪১) পাঁচ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।