ডিবির হেফাজতে মাদক কারবারিরা। ছবি: পুলিশ নিউজ

মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৬২ গ্রাম হেরোইনসহ ৮ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিংগাইর থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার বেলা ২টার দিকে সিংগাইর থানাধীন মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন মো. আ. রাজ্জাক (৪০), মো. হাসাবুল ইসলাম ইকবাল ওরফে শেখ মো. ইকবাল (২৭), শিবলু (২৪) ও মো. শরিফ খান (৩২)। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

বেলা ৩টায় দিনের আরেক অভিযানে ডেফলতলীর বেউথা-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে বাকি চার আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. মিন্টু মিয়া (৩৯), মো. শফিকুল (৩২), মো. জসিম (২৭) ও সোহাগ দেওয়ান (২৪)। এ সময় তাঁদের কাছ থেকে ৪৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।