মানিকগঞ্জে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হওয়া চারজন। ছবি: মানিকগঞ্জ জেলা পুলিশ

মানিকগঞ্জ সদরের বনপারিল বাজারের ব্যবসায়ী মামলার বাদী মো. আলী আহম্মেদের (৪০) বাড়িতে ৩ মার্চ ভোররাত চারটার দিকে ডাকাতি হয়। এ সময় বাদীর চাচা হাটিপাড়া ইউনিয়ন এলাকার বিভিন্ন মসজিদে মাইকিং করে ঘটনাটি জানালে স্থানীয় লোকজন ধাওয়া করে ডাকাত দলের তিনজন সদস্যকে গোপালখালী গ্রাম থেকে আটক করে পিটুনি দেন। এতে একজন মারা যান। পরে পুলিশ গিয়ে অপর দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে একজন মারা যান। পরে পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। চিকিৎসাধীন অপর ব্যক্তি কিছুটা সুস্থ হলে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে মিজানুর মিরজন (৪২), মো. সেলিমকে (২২) মানিকগঞ্জ সদর থানাধীন হাটিপাড়া ইউনিয়নের চেঘারঘোনা এলাকার বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে মো. জাকির হোসেন (২৬), মানিকগঞ্জ সদর থানাধীন হাটিপাড়া ইউনিয়নের গোপালখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁর দেওয়ার তথ্যের ভিত্তিতে মো. নান্নুকে (৪২) গ্রেপ্তার করা হয়। পরে আসামি মিজানুরের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হ্যালো বাইক নবাবগঞ্জ থানাধীন সোনাবাজু বাজার থেকে জব্দ করা হয়। এ ঘটনায় তিনজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।