মানিকগঞ্জের সাটুরিয়া থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডেতে উপস্থিত পুলিশ সদস্য ও অতিথিরা। ছবি: পুলিশ নিউজ

মানিকগঞ্জের সাটুরিয়া থানা প্রাঙ্গণে বুধবার ওপেন হাউজ ডে ও সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা, অপরাধীকে আইনের আওতায় আনা, যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূলসহ নানাবিধ কর্মকাণ্ডে পুলিশ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের জনগণের সম্মিলিত প্রয়াসে মানিকগঞ্জ জেলা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সাটুরিয়া থানার প্রতিটি ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশিং সেবা পৌঁছে দেয়া হচ্ছে জনগণের দোরগোড়ায়।’
এসপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা, সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনীতিক, কমিউনিটি পুলিশের সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনগণ।