বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে নওগাঁয় সোমবার একটি সর্বাধুনিক শপিং মল ও নওগাঁ বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। ছবি: নওগাঁ জেলা পুলিশ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর সরকারের প্রথম মেয়াদে পুলিশ কল্যাণ ট্রাস্ট গঠন করে দেন। সেই আমলে প্রধানমন্ত্রী পুলিশ কল্যাণ ট্রাস্টকে পাঁচ কোটি টাকা দেন ব্যবসা-বাণিজ্য করার জন্য সিড মানি হিসেবে। এটি এখন অনেক বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে আজ সোমবার নওগাঁয় জেলা পুলিশের ব্যবস্থাপনায় নির্মিত একটি সর্বাধুনিক শপিং মল ও নওগাঁ বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আইজিপি বলেন, এই রেস্টুরেন্টের মাধ্যমে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট তাদের নিজস্ব একটি রেস্টুরেন্টের ফ্র্যাঞ্চাইজ তৈরি করবে। আইজিপি জেলা পুলিশকে এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ কল্যাণ ট্রাস্ট শাখার যেসব কর্মকর্তা জেলা পুলিশকে সহায়তা করেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটা আমাদের প্রথম অভিজ্ঞতা। আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে এটা প্রতিষ্ঠা করার। এতে বাংলাদেশ পুলিশের ২ লাখ ১২ হাজার সদস্য উপকৃত হবেন।’

পুলিশ কল্যাণ ট্রাস্ট গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর অবদানের কথা স্মরণ করে ড. বেনজীর আহমেদ বলেন, ‌‘মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে পুলিশ কল্যাণ ট্রাস্ট এখন বিরাট প্রতিষ্ঠানে পরিণত রয়েছে। আমাদের এখন অনেক ধরনের কমার্শিয়াল ভেনচার্স রয়েছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন নতুন ভেনচার্স যোগ করার জন্য। এর সুবিধাভোগী পুলিশের ২ লাখ ১২ হাজার সদস্য। বিশেষ করে নিম্নপদস্থ কর্মকর্তা-কর্মচারীদের আমরা বেশি সাহায্য করার চেষ্টা করি। নওগাঁর এই প্রজেক্টের মাধ্যমে এই জেলায় যাঁরা কাজ করেন, তাঁরা আর্থিক অনেক সুবিধাপ্রাপ্ত হবেন।’  

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে নওগাঁয় সোমবার সর্বাধুনিক এই শপিং মলের উদ্বোধন করা হয়। ছবি: নওগাঁ জেলা পুলিশ

নতুন এই প্রতিষ্ঠান দুটির গুরুত্বের কথা উল্লেখ করে আইজিপি আরও বলেন, উত্তরের এই সীমান্তবর্তী জেলার বাসিন্দারা আধুনিক শপিং মল ও রেস্টুরেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে সর্বাধুনিক জীবনযাত্রার স্পর্শ পাবেন। শুধু নওগাঁ জেলা নয়, সীমান্তবর্তী অন্য জেলার বাসিন্দারাও এর সুবিধা পাবেন।

আন্তর্জাতিক মানের এই শপিং মল ও রেস্টুরেন্ট বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নওগাঁ ও সীমান্তবর্তী জেলাসমূহের মানুষের জন্য পুলিশের পক্ষ থেকে উপহার হিসেবে অভিহিত করেন আইজিপি।

বাংলাদেশ পুলিশকে উন্নত রাষ্ট্রের উপযোগী করতে আধুনিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে ড. বেনজীর আহমেদ বলেন, ‘ভবিষ্যতের ধনী রাষ্ট্রকাঠামোর জন্য ওই সময়ের উপযোগী পুলিশ বাহিনী প্রয়োজন। পরিবর্তনের প্রক্রিয়াটা সময়সাপেক্ষ বিষয়। সাংগঠনিক পরিবর্তনের সূচনা এখনই করতে হবে। সে কাজটি শুরু করেছি।  আমরা জব মার্কেট থেকে সেরা ছেলেমেয়েদেরই নিয়োগ দিতে চাই।’

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে নওগাঁয় নির্মিত এই সর্বাধুনিক শপিং মল উদ্বোধনের পর ঘুরে দেখেন আইজিপি ছবি: নওগাঁ জেলা পুলিশ

মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে দারিদ্র্য দূরীভূত হয়েছে উল্লেখ করে ড. বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের ধারণা, ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না। অর্থনৈতিক অগ্রগতি অর্জনের সঙ্গে সঙ্গে সামাজিক অগ্রগতি নিশ্চিত করার জন্য আমাদের সেই সময়ের উপযোগী পুলিশ বাহিনী দরকার। আমরা জব মার্কেট থেকে শারীরিকভাবে ও মেধার দিক থেকে যোগ্য লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছি। সঙ্গে যদি ভালো প্রশিক্ষণ ও ভালো ইকুইপমেন্ট দেওয়া যায় এবং ভালো সাংগঠনিক দক্ষতা তৈরি করা যায়, তাহলে আমরা সর্বাধুনিক পুলিশ বাহিনী পেতে সক্ষম হবো। সেই লক্ষ্যেই মূলত আমরা নিয়োগবিধিতে পরিবর্তন করেছি। কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া চলছে। সাব-ইন্সপেক্টর পদেও নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে।’

পুলিশের বিদ্যমান নিয়োগবিধির পরিবর্তনের বিষয়ে আইজিপি বলেন, ‘পুলিশ বাহিনীতে শারীরিক যোগ্যতা গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনেক চাপের কাজ। অনেক সময় ১২ থেকে ১৮ ঘণ্টাও কাজ করতে হয়। বিশ্বব্যাপীই পুলিশকে অনেক বেশি কাজ করতে হয়। সারা বিশ্বেই এটা চাপের কাজ। এখানে শারীরিক, মানসিক যোগ্যতার প্রয়োজন।’

সোমবার নওগাঁয় বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের উদ্বোধন করা হয়। ছবি: নওগাঁ জেলা পুলিশ

বাংলাদেশ পুলিশ শারীরিক ও মানসিকভাবে যোগ্য লোকদের স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের অনুমোদনক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় যে পরিবর্তন এসেছে, তাতে আমাদের যে লক্ষ্য, তা পূরণ হবে বলে মনে করি। যে প্রক্রিয়ায় এবার নিয়োগ দিয়েছি, তাতে আমরা খুশি। এবার সর্বনিম্ন উচ্চতা নির্ধারণ করা হয় ৫ ফুট ৭ ইঞ্চি। সবচেয়ে যোগ্য লোক পেতেই আমরা পরিবর্তনের ধারার সূচনা করেছি।’