চন্দ্রিমা থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি : আরএমপি

রাজশাহী মহানগরীর মদিনানগর এলাকায় অভিযান চালিয়ে ১৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপির চন্দ্রিমা থানা-পুলিশ। গ্রেপ্তার আসামি জনি ওরফে বাবু (২৩) চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের মৃত রজব আলীর ছেলে। খবর আরএমপি নিউজের।

জানা যায়, গতকাল বুধবার সকালে আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ ব্যানার্জীর (পিপিএম) সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রিমা থানা-পুলিশের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চন্দ্রিমার মদিনানগর এলাকায় এক ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছেন।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমের নির্দেশনায় এসআই সাহাব উদ্দীন-আল-ফারুক ও তাঁর টিম বেলা পৌনে ১১টায় মদিনানগর এলাকায় অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করেন। এ সময় আসামির কাছ থেকে ১৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় ৫টির বেশি মামলা রয়েছে। চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।