‘ওপেন হাউস ডে' অনুষ্ঠানে বক্তব্য দেন জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। আজ শনিবার জয়পুরহাট সদর থানা এই অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: বাসস

জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেছেন, মাদক ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাঁকে সহযোগিতা করা হবে। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্য।

আজ শনিবার জয়পুরহাট সদর থানায় শনিবার অনুষ্ঠিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার এ কথা বলেন। খবর বাসসের।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক গোলাম হক্কানি, ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, জেলা জাতীয় পার্টি সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।