বেনাপোল পোর্ট থানা-পুলিশের হেফাজতে মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরের বেনাপোল পোর্ট থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর এলাকার সুরত আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৪)। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের (বিপিএম-বার, পিপিএম) নির্দেশক্রমে সিনিয়র সহকারী পুলিশ সুপারের (নাভারন সার্কেল) নেতৃত্বে বেনাপোল পোর্ট থানা পুলিশ রাতে বারপোতা গ্রামের একটি আমবাগান থেকে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২ জন কৌশলে পালিয়ে যায়।