বিএমপির বন্দর থানা আয়োজিত ওপেন হাউজ ডেতে বক্তব্য দেন কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। ছবি: বিএমপি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কার্যক্রমটি শুরু হয়।

ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি ছিলেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।

প্রতি মাসের ৪ তারিখ বিএমপির বন্দর থানা, ৭ তারিখ কাউনিয়া থানা, ১০ তারিখ এয়ারপোর্ট থানা এবং ১৩ তারিখ কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

দিনগুলোতে বিএমপি কমিশনারসহ শীর্ষ কর্মকর্তারা প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে জনসাধারণের কথা শোনেন। থানা এলাকার সাধারণ মানুষও এই ওপেন হাউজ ডের দিন উপস্থিত থাকেন।

বন্দর থানার ওপেন হাউজ ডের বক্তব্যে বিএমপি কমিশনার বলেন, ‘সমাজের অপরাধ চিত্র বদলে দিতে, সমাজে অপরাধ দানা বাঁধার আগেই তা প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যগণ একটি বিশেষ ভূমিকা পালন করতে পারেন। কমিউনিটি পুলিশিং পূর্ণাঙ্গ অরাজনৈতিক, সামাজিক একটি প্ল্যাটফর্ম, সমাজের শীর্ষস্থানীয় নেতৃবর্গসহ এখানে আস্থাশীল আগুয়ান ভালো মানুষ থাকতে পারবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ মহাপরাক্রমশালী কোনো গায়েবি বস্তু নয় বিধায় সামাজিক শক্তি তথা জনগণের সহযোগিতা ছাড়া যাবতীয় অপরাধ নির্মূলে সফল হতে পারে না। জনতা ও পুলিশ; দুইয়ের সমন্বয় প্রয়োজন। মাদকের বিষবৃক্ষ দমনে আমরা যথেষ্ট এগিয়ে আছি। সমাজের সকলের অংশগ্রহণে নব-উদ্যোগে মাদক উদ্ধার অভিযান কার্যক্রম আরও বেগবান করতে চাই, আপনাদের আন্তরিকতা কাম্য।’