কেএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার কারবারিদের একজন। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৮০ পুরিয়া হেরোইন, ২০ বোতল ফেনসিডিল, ৭০০ গ্রাম গাঁজা এবং ৫০টি ইয়াবা বড়িসহ ছয় কারবারি গ্রেপ্তার হয়েছেন।

মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২৪ ঘণ্টার অভিযানে তাঁরা গ্রেপ্তার হন।

গ্রেপ্তার ছয়জন হলেন খুলনা থানার ৪ নম্বর ফুডঘাট গোডাউন গলির শাওন শেখ (২২), খালিশপুর থানার নয়াবাটি রেললাইনের পাশের এলাকার রফিকুল ইসলাম (৩০), খুলনার পূর্ব বানিয়াখামারের বাবলু শেখ (২২), সাতক্ষীরার তালা থানার জিয়ালানলতা খাঁ পাড়ার মাহফুজা আক্তার (২৫), খুলনার দিঘলিয়া থানার মোড়লপাড়ার শরিফুল মোড়ল (২৫) ও খালিশপুরের ফায়ার সার্ভিস রোডের শফিকুল ইসলাম ওরফে রাজু (৩১)।

গ্রেপ্তার কারবারিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা হয়েছে।