যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে মহড়ার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত দুটি উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় শনিবার (১২ নভেম্বর) মাঝ আকাশে এ সংঘর্ষের ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। খবর বিবিসির।

উড়োজাহাজ দুটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। টেরি বারকার ও লেন রুট নামের দুই বৈমানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার পর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর একটি উড়োজাহাজ দুই ভাগ হয়ে মাটিতে পড়ে আগুন ধরে যায়।

এর মধ্যে একটি ছিল বোয়িং বি-১৭ বোমারু উড়োজাহাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে জয় পেতে এই উড়োজাহাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অন্যদিকে পি-৬৩ উড়োজাহাজটি ব্যবহার করেছিল সোভিয়েত রাশিয়া।