ছবি : সংগৃহীত

মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ভারতের কেরালা রাজ্যের এক যুবকের মৃতু্য হয়েছে। ধারণা করা হচ্ছে, এটাই ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু। খবর সমকালের।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেন, শনিবার (৩০ জুলাই) মারা যান ত্রিশূরের ওই যুবক। তাঁর বয়স ২২। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন তিনি। অসুস্থতার জন্য ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই শনিবার মৃত্যু হয় তার।

বীনা জর্জ বলেন, ওই যুবকের শরীরে মাঙ্কিপক্সের কোনো উপসর্গ ছিল না। এনসেফালাইটিসের উপসর্গ আর ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার মাঙ্কিপক্সের রিপোর্ট যে পজিটিভি এসেছে, তা হাসপাতালকে শনিবারই জানায় পরিবার।