মাগুরার শ্রীপুর থানায় পাখি চুরির অভিযোগ এনে এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে পেটানোর ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, শ্রীপুর থানার আমলসার পশ্চিমপাড়া গ্রামের জনৈক মো. নূর ইসলাম শেখের (৩৫) বাড়ি থেকে ১৪ জুন একটি পোষা টিয়া পাখি চুরি হয়।

পরদিন ১৫ জুন মো. নূর ইসলাম শেখ, মো. বকুল মিয়া ওরফে বকু শেখ (৫০) ও মো. মোতালেব শেখ (৬০) চুরির অভিযোগ এনে একই গ্রামের মো. জীবন শেখ নামে ১১ বছর বয়সী এক শিশুকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তাঁরা একটি আমগাছের ডালের সঙ্গে জীবনকে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখে গাছের ডাল দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেন।

পরে জীবনের বাবা-মা তাকে উদ্ধার করে দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তার চিকিৎসা করান।

এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হলে পুলিশ মো. নুরুল ইসলাম শেখকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।