পণ্যবাহী গাড়িতে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন নিয়ন্ত্রণ করছেন হাইওয়ে পুলিশ সদস্যরা। ছবি: হাইওয়ে পুলিশ

মহাসড়কে ঝুঁকিপূর্ণ যাত্রী পরিবহন নিয়ন্ত্রণের পাশাপাশি অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপরতা চালিয়েছেন হাইওয়ে পুলিশ সদস্যরা।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে রোববার পণ্যবাহী গাড়িতে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন নিয়ন্ত্রণ করে হাইওয়ে পুলিশ।

ওই সময় দুর্ঘটনা প্রতিরোধে পণ্যবাহী গাড়িতে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী বহন করায় আইনানুগ ব্যবস্থা নেয় কুমিল্লা রিজিওনের আওতাধীন মিরপুর হাইওয়ে থানা-পুলিশ।

মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে হাইওয়ে পুলিশ সদস্যের তৎপরতা। ছবি: হাইওয়ে পুলিশ

একই দিনে বগুড়া রিজিওনের ঝলমলিয়া হাইওয়ে থানা-পুলিশ ঢাকা-নাটোর মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে স্পিডগানের মাধ্যমে গাড়ির গতি পরীক্ষা করে। সে সময় অতিরিক্ত গতিতে চলাচলকারী গাড়ির চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।