মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে গত এক সপ্তাহে ৪ হাজার ১৬৬টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। এ সময় ১ হাজার ৩৬টি অযান্ত্রিক থ্রি-হুইলার আটক করা হয়।

গত ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত হাইওয়ে পুলিশের ছয়টি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক পরিবহন আইন অনুযায়ী এ পদক্ষেপ নেয়।

হাইওয়ে পুলিশ জানায়, অভিযানে গাজীপুর অঞ্চলে ৮৭১টি, কুমিল্লা অঞ্চলে ১ হাজার ১৪৬টি, বগুড়া অঞ্চলে ৮৫২টি, মাদারীপুর অঞ্চলে ৭০৫টি, খুলনা অঞ্চলে ৪০৩টি ও সিলেট অঞ্চলে ১৮৯টি মামলা করা হয়। এ সময় গাজীপুর অঞ্চলে ১৯১টি, কুমিল্লা অঞ্চলে ৩১৫টি, বগুড়া অঞ্চলে ২৮২টি, মাদারীপুর অঞ্চলে ১০২টি, খুলনা অঞ্চলে ১০৯টি ও সিলেট অঞ্চলে ৩৭টি অযান্ত্রিক থ্রি-হুইলার আটক করা হয়।