পুলিশের হেফাজতে গ্রেপ্তার ৫ ডাকাত। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে।

গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের একটি টিম ৮ জুন দিবাগত রাত ২টার দিকে চেকপোস্ট ডিউটি করার সময় গোপন সূত্রে জানতে পারে, দৌলতদিয়া এলাকার রাজবাড়ী টু ঢাকা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি নামক স্থানে ১টি প্রাইভেট কার নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এ সময় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন মোহাম্মদ আলী (৩১), মো. মান্নান সরদার (৫২), মো. শাওন আহম্মেদ (২১), মো. হেলাল মিয়া (৩২) ও মো. রিয়াজ হোসেন (২৫)।

তাঁদের কাছ থেকে ইংরেজিতে ডিবি লেখা দুটি কটি, দুটি লোহার রড, তিনটি স্কচ টেপ, প্লাস্টিকের তৈরি ৫টি সাদা রঙের টাই ক্লিপ, একটি গিয়ার ছুরি,একটি সবুজ প্লাস্টিকের পাইপ, একটি হাতুড়ি,একটি সাদা রঙের প্রাইভেট কার (রেজি নং ঢাকা মেট্রো-ক-০৩-৭০১২), একটি গোল্ডেন রঙের লেজার লাইট ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ডাকাতেরা স্বীকার করেন, তাঁরা সকলে আন্তজেলা ডাকাত দলের সদস্য। ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির উদ্দেশ্যে তাঁরা সমবেত হয়েছিলেন।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় ১টি নিয়মিত মামলা হয়েছে।