মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল সড়কপথে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন।
মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন জানান, মহামান্য রাষ্ট্রপতির পরিবারের সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁর সঙ্গে থাকবেন।

বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রাসহকারে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশে বেলা পৌনে দুইটায় মহামান্য রাষ্ট্রপতির যাত্রা করার কথা রয়েছে। খবর বাসসের।

রাষ্ট্রপ্রধান জাতির পিতার সমাধিসৌধে উপস্থিত হওয়ার পর তাঁকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

মোনাজাত শেষে মহামান্য রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। পরে তিনি মোটর শোভাযাত্রাসহকারে জাতির পিতার সমাধিসৌধস্থল টুঙ্গিপাড়া থেকে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন। সেখান থেকে মাদারীপুর জেলার শিবচরে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত এবং মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন।

সন্ধ্যা সাতটার পরে শোভাযাত্রাসহকারে ঢাকার উদ্দেশে ফেরার কথা রয়েছে মহামান্য রাষ্ট্রপতির।