মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় ট্যুরিস্ট পুলিশ। ছবি: পুলিশ নিউজ

মহান স্বাধীনতার ৫১ বছর পূর্তি উপলক্ষে বান্দরবান ট্যুরিস্ট পুলিশ সুপারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা দেয় ট্যুরিস্ট পুলিশ।

সকাল ৮টার দিকে ট্যুরিস্ট পুলিশ সুপারের পক্ষ থেকে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় তুলে দেন। ওই সময় বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মাননা ক্রেস্ট জাতির বীরদের হাতে তুলে দেন। ট্যুরিস্ট কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভারও আয়োজন করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘মুক্তিযোদ্ধারা হলেন দেশের সূর্যসন্তান। মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে উনারা জীবন বাজি রেখে অংশগ্রহণ করেছেন বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আজ ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিওন প্রথমবার জাতির সূর্যসন্তানদের সম্মাননা দেওয়ায় আমরা গর্বিত।’

পুলিশ সার্ভিসের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিওন কর্তৃক সম্মাননা পেয়ে আমি ধন্য ও আবেগে আপ্লুত।’