বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন এসএমপির সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরবর্তী সময়ে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং পুলিশ লাইনস সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে অকুতোভয় বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ শ্রদ্ধা নিবেদন করা হয়।

মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। ছবি: পুলিশ নিউজ

এসএমপির পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, বিভিন্ন থানার ওসিগণ, আরআইসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।