পুলিশের হেফাজতে গ্রেপ্তার সন্ত্রাসী ও উদ্ধার করা পিস্তল। ছবি: বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
৮ জুন ভোর সাড়ে ৪টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি টিম ওই থানাধীন কেওয়াটখালী বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার রোডের পুরাতন নিরাপত্তা জোন-৩ এর পুরাতন টিনশেড হাফ বিল্ডিংয়ের সামনে কয়েকজন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্র হয়েছেন। বিষয়টি অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হলে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ একজনকে আটক করে।

গ্রেপ্তার সন্ত্রাসীর নাম মো. জজ মিয়া (২৬)। তাঁর দেহ তল্লাশি করে একটি সেমি অটোমেটিক পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়।