ময়মনসিংহের মুক্তাগাছায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, নূরুল ইসলাম নামের এক ব্যক্তি ২ এপিবিএনের অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) বরাবর একটি অভিযোগ করেন যে, উক্ত তার ছেলে মো. জাহাঙ্গীর আলম (১৮) গত সাত বছর ধরে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য সেবন করে আসছে। প্রতি রাত নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে অশান্তির সৃষ্টি করে। নেশা করার জন্য টাকা চেয়ে না পেলে পরিবারের সকলের সঙ্গে খারাপ আচরণ করে। তার ছেলের এই অবস্থার কারণে পরিবারের সবাই খুবই অতিষ্ট।

এ অভিযোগের প্রেক্ষিতে ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের সার্বিক দিক নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২ এপিবিএনের একটি টিম ১৮ অক্টোবর মুক্তাগাছা থানাধীন পারুলীতলা এলাকায় মো. জাহাঙ্গীর আলমকে তার নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য সেবন করা অবস্থায় আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।