ময়মনসিংহে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা-পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ১৫ আসামি গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চুরি, প্রতারণা, মারামারিসহ অন্য মামলার আসামি রয়েছেন।

তাঁদের সংশ্লিষ্ট মামলায় রোববার বিকেলে ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঠায় পুলিশ। খবর বাংলানিউজের।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের আদেশ তামিলের লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১৫ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, অভিযানে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের চুরি হওয়া দুটি ব্যটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।