ময়মনসিংহ কোতয়ালি থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা-পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ এপ্রিল (শনিবার) সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ঈদ মার্কেটে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের চলাফেরা নিরাপদ করতে এবং চুরি-ছিনতাই-ডাকাতি ও মাদক প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করছে পুলিশ। তারই অংশ হিসেবে বিগত ২৪ ঘন্টা কোতোয়ালী পুলিশ অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেপ্তার করেছে।

এর মধ্যে কাচারীঘাট বুড়াপীরের মাজারে ডাকাতির চেষ্টার সময় দেশীয় অস্ত্রসহ তিনজনকে, বদরের মোড় এলাকায় ডাকাতির চেষ্টার মামলার এক আসামি, নিয়মিত মামলার এক আসামী, চরপাড়া পুরাতন মেডিকেল কলেজ গেটের সামনে থেকে চুরির মামলার এক আসামী, চর গোবিন্দপুর জ্ঞানের ঘাট এলাকা থেকে অন্যান্য মামলার চার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া থানার বিভিন্ন এলাকা থেকে অন্যান্য মামলার দুই আসামি, চরশশা এলাকা থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।