ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেপ্তার চোরাকারবারিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি বাস আটক করা হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম আতাউর রহমান (৩২), মজিউর রহমান (২৩) ও ওলিউল্লাহ আহমেদ জয় (২০)। তাঁদের কাছ থেকে ৭২০টি ভারতীয় শাড়ি এবং ৩৮টি ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করা হয়।

ময়মনসিংহ জেলা পুলিশ জানায়, কোতোয়ালি মডেল থানা-পুলিশের একটি দল ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, লেহেঙ্গাসহ আতাউর, মজিউর ও ওলিউল্লাহকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে চোরাকারবারি চক্রের অন্য সদস্যদের সহযোগিতায় দেশের বিভিন্ন জেলায় চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা এনে বিক্রি করে আসছিলেন। তাঁদের কাছ থেকে উদ্ধার ভারতীয় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি বাসও আটক করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।