ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহের পাগলা থানা-পুলিশ অভিযান চালিয়ে একাধিক ডাকাতি, হত্যা ও অস্ত্র মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের পাগলা থানার সীমান্তবর্তী ত্রিমোহনী এলাকা থেকে ৪ মার্চ (শনিবার) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. রায়হান (৪০)। তাঁর বিরুদ্ধে সাতটি ডাকাতি, তিনটি খুন, দুটি অস্ত্র, দুটি চুরি, একটি ডাকাতির প্রস্তুতিসহ মোট ১৫টি মামলা রয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা থানা-পুলিশের একটি দল গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের পাগলা থানার সীমান্তবর্তী ত্রিমোহনী এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তার করেছে। রায়হান সেখানে ছদ্মবেশে আত্মগোপন করে ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ডাকাত রায়হান পাগলা থানার সাবেক সংসদ সদস্যের পিএস কামরুল হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়া তিনি ২০১৬ সালে একাধিক ডাকাতি এবং ২০১৮ সালে পাগলা থানার একাধিক হত্যা ও অস্ত্র মামলার প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে শ্রীপুর, কাপাসিয়া, পাকুন্দিয়া, কালিয়াকৈর, গফরগাঁও ও পাগলা থানায় ১৫টি মামলা রয়েছে।