স্বপ্নজয়
মফিজ উদ্দিন আহম্মেদ

প্রমত্তা সেই পদ্মার বুকে নির্মিত হলো সেতু আজ
উদ্বোধনের দিনে নদীর দুপারে অনেক অনেক সাজ
দীর্ঘদিন মানুষ বিচ্ছিন্ন ছিল ওপারের একুশ জেলার
সেতু চালু হয়ে এসে গেল দিন দুপারের মিলন মেলার

রেলপথ দিয়ে পার হবে মানুষ, পার হবে গাড়িতে
দুই উপায়েই দ্রুত পৌঁছাবে নিজ নিজ বাড়িতে
পায়রা-মোংলা সমুদ্রবন্দর জাহাজে যাবে ভরে
অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে পণ্য পরিবহন করে

রাস্তার দুপাশে হবে কলকারখানা, হবে সুন্দর বাড়ি
যত দূর হোক, মানুষ আর পণ্য পৌঁছাবে তাড়াতাড়ি
ঢাকার সাথে কলকাতার দূরত্ব অনেক কমে যাবে
উভয় দেশের যাত্রীরা তাই দ্রুত পৌঁছার সুযোগ পাবে

ভারতের সাথে আমদানি ও রপ্তানির সুবিধা নিয়ে
পকেট ভরে যাবে ব্যবসায়ীদের বৈদেশিক মুদ্রা দিয়ে
শ্রম দিয়ে চলে গেলেন যারা পদ্মা সেতু গড়ে
লেখা রয়ে যাবে তাদের নাম ইতিহাসের পাতা ভরে

ঘুমিয়ে আছেন বঙ্গবন্ধু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
সোনার বাংলা এগিয়ে গেল পদ্মা সেতু গড়ায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন যে হলো জয়
এগিয়ে চলো বাঙালি জাতি, দূর করো সংশয়।

মফিজ উদ্দিন আহম্মেদ, ডিআইজি সিলেট রেঞ্জ