উদ্ধার করা মালপত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানার সদস্যদের তৎপরতায় চোরাই মালপত্র উদ্ধারের পাশাপাশি হত্যা ও অস্ত্র মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২১ মে) ডিএমপি জানায়, ডেমরার বাঁশেরপুল এলাকা থেকে আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চুরির মামলা রয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গত ৯ মে মতিঝিল থানাধীন জীবন বীমা ভবনের প্যাসিফিক অটোমেশন সিস্টেমস নামক প্রতিষ্ঠানের দরজার লক কেটে পিবিএক্স এক্সটেনশন কার্ড, টেলিফোন সেট ও টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা করা হয়।

ওসি জানান, ঘটনাস্থলে ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজনকে শনাক্ত করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেমরার বাঁশেরপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই অফিস থেকে চুরি যাওয়া তিনটি পিবিএক্স এক্সটেনশন কার্ড, ৬টি ইন্টারকম সেট ও চুরি করার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।