ভোলার গণধর্ষণ মামলার গ্রেপ্তার আসামি মো. ফোরকান। ছবি: বাংলাদেশ পুলিশ।

ভোলার গণধর্ষণ মামলার এক আসামিকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে
ভোলার সদর থানার পুলিশ।

গতকাল রোববার ভোলার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম আসামি মো. ফোরকান ওরফে আদিপকে (২২) গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানান, গত ১ মে ভিকটিম তাঁর হবু স্বামীকে (বর্তমানে বিবাহিত) সাথে নিয়ে ঢাকা থেকে লঞ্চযোগে ইলিশাঘাটে নেমে অটোরিকশাযোগে রাজাপুর ইউনিয়নের শ্যামপুর ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি যাচ্ছিলেন। রাত আনুমানিক ৯টায় আসামি মো. ফোরকান এলাকার বড় ভাই অপর আসামি আমজাদকে সাথে নিয়ে আসামি পান্নুর মিশুক গাড়িতে করে তাঁর বন্ধু উজ্জ্বলকে ইলিশা লঞ্চঘাট থেকে এগিয়ে আনার জন্য যান। রাত আনুমানিক ১১টার সময় আসামি উজ্জ্বল ঢাকার লঞ্চ থেকে নামেন। এরপর ফোরকান, উজ্জ্বল, আমজাদ তিনজনে মিশুকে ওঠেন। মিশুকচালক পান্নু সামনের অটোরিকশাকে অনুসরণ করেন এবং এর নারী আরোহীর সঙ্গে ফুর্তি করার পরিকল্পনা করেন

রাজাপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজে পৌঁছালে তারা অটোরিকশার গতিরোধ করেন এবং পূর্বপরিকল্পনামতে রিকশায় থাকা ছেলে ও মেয়েটিকে ইদু বেপারীর জামাতার খালি ঘরের মধ্যে নিয়ে যান। এরপর প্রথমে আমজাদ, পরে পান্নু এবং সর্বশেষে ফোরকান পালাক্রমে ভিকটিমকে ধর্ষণ করেন।

পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।