খুলনা মহানগরীর জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে যান কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঞা। ছবি: কেএমপি

খুলনা মহানগরীর ১ নম্বর জলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভূঞা।

ভোটের দিন রোববার সকালে কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে যান তিনি।

ওই সময় কেএমপি কমিশনার খুলনার জনগণকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাদারত্বের সঙ্গে কর্তব্য পালনের নির্দেশনা দেন।

কেএমপি কমিশনারের সঙ্গে ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান, অতিরিক্ত কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম, ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি কমিশনার (ইঅ্যান্ডডি) কামরুল ইসলামসহ অনেকে।