পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানার সদস্যরা। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

গত সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে দৌলতপুর থানাধীন মিনাক্ষী সিনেমা হলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি শেখ ইমাম হোসেনের (৪৩) বাড়ি নগরীর দৌলতপুর থানা এলাকায়।

নির্বাচনের আগের রাত গত ৬ জানুয়ারি দৌলতপুর থানাধীন পাবলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। ঘটনার পর দৌলতপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

তদন্তের একপর্যায়ে গত ৮ জানুয়ারি আসামি মো. নুর ইসলাম বাচ্চু (৫০) ও মো. শামীম আজাদ খান মিলুকে (৪৮) গ্রেপ্তার করা হয়। এরপর গত ২২ জানুয়ারি গ্রেপ্তার করা হয় আসামি মো. রিয়াজুল ইসলামকে। সবশেষ আসামি ইমামকে গ্রেপ্তার করা হলো। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।