ভৈরব থানা-পুলিশের অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জের ভৈরব থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৪৬ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। ১০ নভেম্বর (বৃহস্পতিবার) তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. মাসুম আহম্মেদ (২৭), মো. শরিফ (২২) ও মো. জুনায়েত (২২)।

ভৈরব থানা-পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

জেলা পুলিশ জানায়, কিশোরগঞ্জের ভৈরব থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর বেলা সোয়া ২টার দিকে থানার কমলপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপরে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২৪৬ বোতল (৬৯ দশমিক ৪২৫ লিটার) বিদেশি মদসহ মাসুম ও শরিফকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে ভৈরব থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

এর আগে বেলা দেড়টার দিকে ভৈরব থানা-পুলিশের আরেকটি দল চেকপোস্ট ডিউটি করার সময় থানার ভৈরবপুর উত্তরপাড়ার নাটাল মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ জুনায়েতকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।