গ্রেপ্তার হওয়া আমিনুর রহমান ও মো. শিপু। ছবি-বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঢাকা-সিলেট হাইওয়ে থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ প্রসাধনী সামগ্রীসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব পণ্যের দাম দেড় কোটি টাকার বেশি।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ভৈরব হাইওয়ে থানা গতকাল মঙ্গলবার বেলা বারোটার দিকে ঢাকাগামী একটি ট্রাককে থামিয়ে ওই সব মালামাল জব্দ করে। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

আটক করা ট্রাক। ছবি -বাংলাদেশ পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরার আলীপুর গ্রামের নাজির উদ্দিনের ছেলে গাড়িচালক আমিনুর রহমান (৩৫) ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জিল্লুর রহমানের ছেলে হেলপার মো. শিপু (২৮)। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। 
জব্দকৃত মালামাল। ছবি: বাংলাদেশ পুলিশ

হাইওয়ের পুলিশ জানিয়েছে, সিলেটের জৈন্তাপুর থেকে একটি ট্রাকে করে ভারতীয় বিভিন্ন প্রসাধনী রাজধানী ঢাকায় পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে ভৈরবের জগন্নাথপুর এলাকায় ট্রাকটিকে চ্যালেঞ্জ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় ২৯২টি কার্টনে সরকারি অনুমোদনহীন ভারতীয় কসমেটিকস পণ্য পাওয়া যায় ও সেগুলো জব্দ করা হয়।